নেত্রকোণার দুর্গাপুরে ৪নং বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

পলাশ সাহা, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:   নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো ৪নং বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠান।
রবিবার বিকেলে বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি এলাকায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়৷
এই আয়োজনে দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান।
এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব সম্রাট গণি,বিরিশিরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুল ফকির,সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিদ্যুৎ সরকার,দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং সদস্য হাবিবুর রহমান হাবিব,বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালেক,সদস্য সচিব সুলতান মাহমুদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এই আয়োজনে আলোচকরা ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম আরো বেগবান করার জন্য নেতাকর্মীদের সর্বাত্মক আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল দলের সবাইকে নিয়ে দলীয় কার্যক্রম আরো বিস্তৃত করার অঙ্গীকার করেছেন।
বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জানান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে আরো সুসংগঠিত করতে তারা নিবেদিতভাবে কাজ করবেন।
স্বেচ্ছাসেবক দলের এই আয়োজনে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর এমন আয়োজন করায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published.