নওগাঁয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর  :  নওগাঁয় প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকালে আত্রাই রেলওয়ে স্টেশনের পার্শ্বে গনকবরে জাতীর সূর্য সন্তানদের স্মরণে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পুস্পস্তবক অর্পণ করে।
পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলেধরেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, ওসি সাহাবুদ্দীন, ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাগর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আফিল উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অপরদিকে নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.