মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর: সমাজে বিশেষ অবদান রাখায় পীর-এ কামেলে মোকাম্মেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতি (রা:) সাহিত্য পুরস্কার ২০২৪ পেলেন যারা তাঁরা হলেন, খুলনার কবি ও সাহিত্যিক কবি সাদিয়া চৌধুরী,মেহেরপুরের কবি ড.দিলারা পারভীন, বগুড়ার কবি আজিজার রহমান তাজ, দৈনিক মহাদেবপুরের খবর এর প্রকাশক ও সম্পাদক কবি মোহাম্মদ আককাস আলী, কবি ও সংগঠক কবি অধ্যক্ষ আরিফুর রহমান, রাজশাহীর কবি, গবেষক ও ইসলামিক চিন্তাবিদ মো.আফজাল হোসেন, পুন্ড্র সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি আরিফুল ইসলাম, রাজশাহীর কবি ও গবেষক ড.কবি মতিউর রহমান, সময় টিভির সাংবাদিক এম আর রকি, যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলী সুমন, সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, গণমানুষের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদ রানা,কবি আব্দুল্লাহ আল ওয়াদুদ,কবি ও গীতিকার গুলজার রহমান।
শনিবার (২১ ডিসেম্বর) বরেন্দ্র সাহিত্য- সাংস্কৃতি পরিষদের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “পীর-এ কামেলে মোকাম্মেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতি (রা:) সাহিত্য পুরস্কার ২০২৪ বিজয়ীদের হাতে তুলে দেন কবি ও গবেষক,ঢাকা কবিতা মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নিজামী।