মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর : সমাজে বিশেষ অবদান রাখায় পীর-এ কামেলে মোকাম্মেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতি (রা:) সাহিত্য পুরস্কার ২০২৪ পেলেন দৈনিক মহাদেবপুরের খবর এর প্রকাশক ও সম্পাদক কবি মোহাম্মদ আককাস আলী।
তাঁর হাতে পুরস্কার তুলে দেন কবি ও গবেষক,ঢাকা কবিতা মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নিজামী। কবি ও সংগঠক অধ্যক্ষ আরিফুর রহমান, গণমানুষের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদ রানা, কবি আব্দুর রাজ্জাক রঞ্জু,কবি আহম্মেদ বাবু প্রমুখ।