হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উদযাপন করেছে অস্ট্রিয়া আওয়ামী লীগ।
এ উপলক্ষে অস্ট্রিয়াস্থ ভিয়েনা শহরে আফ্রো এশিয়াটিক ইন্সটিটিউটের বড় হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। সভাপতিত্ব করেনঅস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং
অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আ. রহিম পাকন, মিনহাজুর রহমান, রবিন মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে এম নজরুল ইসলাম বলেন, ‘স্বাধীন বাংলাদেশে শকুনের চোখ পরেছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আন্দোলনের মাধ্যমে। আমরা জেনেভা, হেগ, ব্রাসেলসের সব আন্তর্জাতিক অফিসে আমাদের কথা তুলে ধরেছি। আগামী ৬ জানুয়ারি ভিয়েনা জাতিসংঘের অফিসের সামনে আবারও আমরা ডেমোনস্ট্রেশন ডাক দিয়েছি। সেদিনও আপনারা এভাবেই চলে আসবেন।’
খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, ‘শয়তানের নামাজ পড়া আর ড. ইউনুসের বিজয় দিবস উদযাপন এক। কারণ, যেখান বঙ্গবন্ধুর নাম নেই, ছবি নেই, মুক্তিযুদ্ধের কথা নাই, তারা আবার বিজয় দিবস উদযাপন করে। তাদের দুঃখ কি করে পাকিস্তান থেকে আলাদা হয়ে গেলাম।’