বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ. নওগাঁর বদলগাছী আক্কেলপুর সড়কে সেনপাড়া ভুটভুটি পিআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে ভুটভুটির এক হেলপার নিহত হয়েছেন। অপর আরো এক জন হেলপার সোহাগ আহত হয়েছেন। ভুটভুটির ড্রাইভার অক্ষত রয়েছে।
নিহত আহত দুজনের বাড়ি কোলা ইউনিয়ন ভোলার পালশা গ্রামে। নহিত ঐ গ্রামের হেলার পুত্র শাহাদৎ হোসেন মুন্না(১৭)। পত্যক্ষদর্শি মাহবুব জানায় আমি কয়েক হাত দুরে ছিলাম ভ্যানের উপরে। ভুটভুটিতে ইট ছিল এবং গতি স্বাভাবিক ছিল। আক্কেলপুর থেকে আসা একটি পিআপ ভ্যান দ্রুত গতিতে এসে চোখের সামনে ভুটভুটতে ধাক্কা মারলে লেবার শাহাদৎ হোসেন মুন্না মারাত্মক ভাবে ক্ষতবিক্ষত হয়। আহত হয় সোহাগ এবং ড্রাইভারসহ আরো এক লেবার অক্ষত রয়েছে বলে জানা যায়। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিস কর্মি ঘটনাস্থলে আসেন, কিছু পরেই সেখান থানা পুলিশ উপস্থিত হয় কিন্তু দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন নিহ ও আহতকে হাসপাতালে নিয়ে যায়। বিধ্বস্ত ভুটভুটি ও পিকআপ ভ্যান থানা হেফাজতে রয়েছে। থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান এ বিষয়ে থানায় দুর্ঘটনা জনিত মামলার প্রস্তুতি চলছে।