ভাঙ্গুড়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়া আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. নাজমুন নাহার।

এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) তাসমিয়া আক্তার রজি, কৃষি কর্মকর্তা মো. শারমিন জাহাব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোমানা আক্তার, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী প্রমূখ।
এসময় সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.