তমালিকা মল্লিক প্রতিবেদকঃ বর্তমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের পরিমাণবৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহ মারাত্মকঝুঁকির সম্মুখীন। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবমোকাবেলা ও বর্তমান সরকারকে উপকূলীয় মানুষের উন্নয়নে বিভিন্নপদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন শ্যামনগর উপজেলা জলবায়ুঅধিপরামর্শ ফোরামের সদস্যরা। তারা তাদের বক্তব্যে বলেছেন যেজলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চলএকসময় জনমানবশূন্য হয়ে পড়বে। এমতাবস্থায় উপকূলের মানুষেরজীবন জীবিকা রক্ষায় সকলের বিশেষ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
১১ জানুয়ারি ২০২৫ সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এরসহযোগিতায় লিডার্স শ্যামনগর শাখা অফিসে শ্যামনগর উপজেলাজলবায়ু অধিপরামর্শ ফোরাম এর অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবিতুলে ধরা হয়। লিডার্সের সিনিয়র ফিল্ড ফাসিলিটেটর শম্পা বিশ্বাস এরসঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম এরসভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয়। সভায় বক্তব্য প্রদান করেনফোরামের সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, সম্পাদক— রনজিৎ কুমার বর্মন ,অধিপরামর্শ বিষয়ক সম্পাদক — মানবেন্দ্রদেবনাথ, চন্দ্রিকা ব্যানার্জী, তপন কুমার মণ্ডল, জি এম আব্দুর রশিদগাজী সহ আরো অনেকে।
উক্ত সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ুপরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশেরদক্ষিণ—পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলেসবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। বিভিন্ন অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগেউপকূলবাসী আজ নাজেহাল। তারা আরো বলেন যে জলবায়ু সংকটযেহেতু মানবতার জন্য হুমকিস্বরূপ তাই এই জলবায়ু পরিবর্তনেরচ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকারের কার্যকরী উদ্যোগ গ্রহণ করাপ্রয়োজন। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবমোকাবিলায় অভিযোজন প্রক্রিয়া বাড়াতে হবে। আগামীতে সরকারেরপ্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের স্বার্থকেপ্রাধান্য দিতে হবে। এজন্য বর্তমান সরকারকে উপকূল রক্ষায় এগিয়েআসার কথা জানিয়েছেন বক্তারা। এছাড়া সভায় আগামী ৬ মাসেরজন্য উক্ত ফোরামের একটি কর্ম পরিকল্পনা করা হয়। উক্ত পরিকল্পনাউপকূলের জনমানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে বলে ফোরামেরপ্রত্যাশা।