ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) ঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি ও বেসরকারি সকল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো: শহিদুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রমতে, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পড়ালেখার পাশাপাশি শরীরচর্চা একটি অনুষঙ্গ। সে লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা প্রয়োজন। শ্রেণি শিক্ষার পাশাপাশি ক্রীড়া নৈপুণ্যকে উজ্জীবিত করতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, আগামী ২৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখের মধ্যে সকল সরকারি ও বেসরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করা হয়।