সারমিন সুলতানা চৈতীঃ সংবিধান ও রাষ্ট্রসংস্কার বিষয়ে সংবাদ সম্মেলন। হেযবুত তাওহীদ কর্তৃক সরকারের নিকট প্রস্তাবিতসংবিধান ও রাষ্ট্রসংস্কারের বিষয়ে সংবাদ সম্মেলনঅনুষ্ঠিত হয়েছে। এতে মুখ্য ভূমিকা পালন করেন সংগঠনের মুখপাত্র, মহিলা বিভাগের সভাপতিরুফায়দাহ পন্নী। আজ বুধবার (১৫ জানুয়ারি২০২৫) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুরুলহক হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদসম্মেলনে প্রস্তাবনার বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেনহেযবুত তাওহীদের ঢাকা ঢাকা বিভাগের সভাপতিডা. মাহবুব আলম মাহফুজ।
মূল বক্তব্যে তিনি বলেন, আমরা হেযবুত তওহীদেরপক্ষ থেকে গত ২৪ জানুয়ারি ২০২৪ জাতীয় সংসদেসংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে প্রস্তাবনাদেই। যেখানে ৪৯টি বিষয়ের উপর লিখিত প্রস্তাবনাতুলে ধরা হয়েছে।
সরকারকে দেওয়া এই প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনারজন্য আল্লাহর বিধান ভিত্তিক সংবিধান প্রণয়নকরার বিষয়ে বলা হয়। ইসলামের বিধান অনুসারেবিচার বিভাগে দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্থানীয়সালিশ ব্যবস্থা চালু হলে, সমাজে ন্যায়বিচারপ্রতিষ্ঠিত হবে এবং মামলা জট বৃদ্ধি পাবে না। রাষ্ট্রপরিচালনার জন্য আল্লাহর দেওয়া বিধানকে মূলভিত্তি ধরা হলে এর মাধ্যমে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, অর্থপাচার ও বৈষম্য দূর করা সম্ভব।
এছাড়া প্রস্তাবনায় সুদমুক্ত অর্থনীতি চালু করারকথা বলা হয়েছে, যার মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূরকরা সম্ভব হবে এবং ব্যবসায়িক সিন্ডিকেটের প্রভাবকমানো যাবে। শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে নীতি, নৈতিকতা, দেশপ্রেম ও ধর্মীয় শিক্ষার সমন্বয় করা, যাতে একটি সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে ওঠে, সেটি তাদের অন্যতম প্রস্তাব।
রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে একটি সুশৃঙ্খল, জনকল্যাণমুখী ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাবনা দেওয়াহয়, যেখানে জনগণের জন্য নির্বাচন ব্যবস্থা আরওসুশাসিত ও দুর্নীতি মুক্ত হবে। সরকার যদি এইপ্রস্তাবগুলো বিবেচনায় নেয়, তবে দেশের চলমানরাজনৈতিক সংকটের সমাধান হবে এবং একটিশান্তিপূর্ণ ও সুস্থিত সমাজ প্রতিষ্ঠিত হবে। হেযবুততাওহীদ আশাবাদী সরকার এই প্রস্তাবনা বিবেচনাকরলে রাজনৈতিক সংকট নিরসন হয়ে একটিশান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সংস্কার বিষয়ের বিভিন্ন বিষয়েআলোকপাত করেন হেযবুত তওহীদের তথ্যসম্পাদক এস এম সামসুল হুদা, সাহিত্য সম্পাদকরিয়াদুল হাসান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেনঢাকা বিভাগ হেযবুত তওহীদের সহ সভাপতি আলআমিন সবুজ।