সাইম সিদ্দিকি নওগাঁ বদলগাছী বিশেষ প্রতিনিধি: দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক সেবা কার্যক্রমে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে শেকড় নামক একটি সামাজিক উদ্যোগ যাত্রা শুরু করেছে। সংগীতশিল্পী সাজিয়া ইসলাম পায়েলের নেতৃত্বে শেকড় প্রতিষ্ঠিত হয়েছে। শেকড়ের মূল লক্ষ্য দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির চর্চা, পরিবেশ সচেতনতা, এবং সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে অর্থনৈতিক মুক্তি দেওয়া।
পায়েল সংগীতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত, তিনি তার সংগীতজীবনের পাশাপাশি সমাজের কল্যাণে কাজ শুরু করেছেন। শেকড়ের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি, লোক উৎসব আয়োজন, বৃক্ষরোপণ অভিযান, স্বাস্থ্য ক্যাম্প, পরিবেশ সচেতনতা এবং প্রান্তিক নারীদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একটা প্লাটফর্ম তৈরীতে কাজ করা হবে।
পায়েল বলেন, “আমি সংগীত নিয়ে অনেক বছর ধরে কাজ করছি সেইসাথে আমি সমাজের জন্যও দায়বদ্ধতা অনুভব করি। শেকড় প্রতিষ্ঠার মাধ্যমে আমি দেশের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সমাজে সবার কল্যাণে কাজ করতে চাই। এটি কেবল একটি সামাজিক উদ্যোগ নয়, এটি একটি আন্দোলন, যেখানে আমরা সবাই মিলে আমাদের সমাজ, সংস্কৃতি এবং পরিবেশের জন্য কাজ করব।”
শেকড়ের প্রথম পদক্ষেপ হিসেবে আগামী উদ্যোগ হবে শিশুদের মানসিক বিকাশ কার্যক্রম, পর্যায়ক্রমে বৃক্ষরোপণ এবং স্বাস্থ্য ক্যাম্পসহ অন্যান্য সেবামূলক আয়োজন। এছাড়াও, শেকড়ের বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং সাংস্কৃতিক কর্মসূচি বাংলাদেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ইতিমধ্যে শেকড়ের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন সমাজসেবক, পরিবেশবিদ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সংবাদকর্মীরা।