বিএনপি ক্ষমতায় না থাকলেও পালায়নি টুকু

 মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও বেগম জিয়া, তাঁর পরিবারসহ তৃণমুলের কোনো নেতাকর্মীকে পালাতে হয়নি।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যার পর সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, গত ১৬ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী মুক্তভাবে পালন করতে পারিনি। শহীদ জিয়া একজন সৈনিক, তিনি শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না-আমি মনে করি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে পাল্টে দিয়েছিলেন।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি আজিজুর রহমান দুলাল, ভিপি অমরকৃষ্ণ দাস, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা কৃষকদলের সদস্য সচিব টি. এম শাহাদত হোসেন ঠান্ডু, শহর বিএনপির সভাপতি সেলিম ভুইয়া, সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, যুবদলের সভাপতি মির্জা বাবু, সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ ও সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.