জমি নিয়ে বিরোধের জেরে বলি হলো মাঠের ফসল-ক্ষতিগ্রস্ত কৃষক

সিয়াম সিদ্দিকী বিশেষ প্রতিনিধি বদলগাছী (নওগাঁ): নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে বিরোধের জেরে মাঠের ফসল কেঁটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সদর ইউপির কামারবাড়ি গ্রামে। এ ঘটনায় জমির মালিক আবুল হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, হাপুনিয়া গ্রামের তায়েজ উদ্দিন (৭৫), কোলা ইউপির ভান্ডারপুর গ্রামের গফুর হোসেন (৭৫), কামারবাড়ি গ্রামের শ্রী লগেন পাহান (৪০) এবং আড়াইল গ্রামের আইবুল হোসেন (৫০) ও বেলাল হোসেন (৩৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, জমির মালিক পৈত্রিক সূত্রে দীর্ঘ দিন যাবত কামারবাড়ি গ্রামে ৮-শতক ধানী ও ভিটা জমিতে ফসল আবাদ করে আসছিল। গত মাসের ৩১ জানুয়ারি দুপুরে হাপুনিয়া মসজিদের সামনে বিবাদীগণ অকথ্য ভাষায় গালিগালাজ করে জমি দখলের হুমকি দেয়। ঐদিন রাতে আনুমানিক ১০টার দিকে বিবাদীগণ জমিতে রোপন করা আলু ও কচুর ক্ষেত উপরে দেয় এবং রোপনকৃত লাউ’সহ লাউ গাছ কেটে দেয়। যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা।

সরেজমি নিয়ে গিয়ে দেখা যায়, জমির ওই দাগে আংশিক জমিতে লাউ গাছ কাটা রয়েছে। যেখানে প্রায় দেড় শতাধিক লাউ রয়েছে। অন্যদিকে রোপন করা কচু গাছ পাশের পুকুর পাড়ে উপরে দেয়া এবং কিছু আলুর চারা উপরে দেওয়া রয়েছে।

অভিযুক্ত তায়েজ বলেন, আমি কিছু জানি না। যারা অন্য অভিযুক্ত আছেন তারা বলতে পারবেন।

অপর অভিযুক্ত বেলাল হোসেন বলেন, আমরা সবাই শরিক-ভাগী। সবার মধ্যে সমান ভাগে জমি ভাগ করা আছে। ঐ ৮ শতক আবুল হোসেনের নয়। ওনার আটশতক উনি চাষাবাদ করেন। এটি তিনি জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন। আমরা ঐ জমিটা বন্ধক রেখেছি। বন্ধকীর টাকা এখনো ফেরত দিতে পারিনি। তবে তাকে জমি মেপে বের করে দেওয়ার কথা হয়েছে। আর ফসলের যে ক্ষতি হয়েছে তার আমরা ক্ষতিপূরণ দেব।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো. শাহ্জাহান আলী বলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.