বুলবুল আহমেদ বুলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ২০০পিচ ট্যাপেন্টডালসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
১৯শে ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে৭টার দিকে উপজেলার থুপশহর এলাকা থেকে তাদের দুজনকে আটক করে র্যাব ।
আটক জনি হোসেন(১৯) উত্তর জাহানপুর এলাকার হেলাল হোসেনের ছেলে।অপর জন সিফাত মণ্ডল (২৩) একই এলাকার আব্দুল মজিদ মণ্ডলের ছেলে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জনি এবং সিফাত দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর এলাকা হতে ২০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জনি ও সিফাতকে গ্রেফতার করে।
আটকের পর আসামিদের তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিচ ট্যাপেন্টডাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁর বদলগাছী থানায় একটি
মামলা করা হয়েছে।