শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে একুশে বইমেলা ও প্রকাশনা উৎসব এবং ফ্রী মেডিকেল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাবলিক ময়দানে বইমেলা ও প্রকাশনা উৎসব এর উদ্বোধন করেন যশোর জেলা ছাত্র শিবিরের পূর্ব শাখার সভাপতি আশিকুর রহমান। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী বইমেলা ও প্রকাশনা উৎসবের পাশাপাশি ফ্রী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বইমেলা ও প্রকাশনা উৎসবে আসা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের একাধিক শিক্ষার্থীরা বলেন, উপজেলার পাবলিক ময়দানে এই প্রথমবারের মতো বইমেলা ও প্রকাশনা উৎসবে এসে বই পড়তে পেরে খুবই ভালো লেগেছে। এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে খুশি ও আনন্দিত হয়েছে। সেজন্য আয়োজক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেশবপুর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দদেরকে সাধুবাদ জানান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেশবপুর উপজেলা শাখার সভাপতি রুস্তম আলী বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার লক্ষে বইমেলা ও প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এছাড়াও বইমেলা ও প্রকাশনা উৎসবে আগত শিক্ষার্থীসহ সকল দর্শনার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা হয়। আগামীতেও ছাত্র শিবিরের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক মোঃ জাকির হোসেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি সহকারী অধ্যাপক তবিবুর রহমান, মানব কল্যাণ বিষয়ক সম্পাদক তাজাম্মুল ইসলাম দীপু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মীর ওয়ালিউল্লাহ. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি শামীম হাসান, অফিস বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু মুছা সহ উপজেলা ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।