মেয়র হলে আরও ৫ হাজার পুলিশ নিয়োগ করবেন এন্ড্রো ক্যুমো

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ 
নিউইয়র্কের পরবর্তী মেয়র নির্বাচিত হলে অ্যান্ড্রু ক্যুমো এনওয়াইপিডিতে আরও পাঁচ হাজার পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনা করছেন। এতে এনওয়াইপিডির কর্মকর্তার সংখ্যা ১৫ শতাংশ বাড়বে।

এই সপ্তাহে ক্যুমোর প্রচারাভিযান প্রকাশ করতে চলেছে এমন একটি নীতি কাগজ অনুসারে, ‘পুলিশের বৃহত্তর উপস্থিতি অপরাধ প্রতিরোধক, ৯১১ কলে সাড়া দেওয়ার হার উন্নত করে এবং পুলিশকে অপরাধ সমাধানের জন্য প্রয়োজনীয় সংস্থান দেয়।’
জনগণের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে পেন স্টেশন ও টাইমস স্কয়ারের মধ্যবর্তী এইটথ অ্যাভিনিউ করিডোর এবং কুইন্সের রুজভেল্ট অ্যাভিনিউ করিডোরের মতো তথাকথিত ‘আরবান ক্রাইম জোনগুলোতে’ বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। প্রাক্তন গভর্নর বলেন, ৩৯ হাজারের একটি বাহিনী পুলিশের ওভারটাইম ব্যয় হ্রাস করবে – যা গত বছর বাজেটের চেয়ে ১ বিলিয়ন ডলার বেড়েছে। এছাড়া অসন্তুষ্ট পুলিশদের দ্বারা জর্জরিত একটি বিভাগের জন্য প্রয়োজনীয় মনোবল বাড়িয়ে তুলবে যা আগাম অবসর গ্রহণের দিকে নজর রাখছে।
পুলিশের বড় বাহিনী বাধ্যতামূলক ওভারটাইমের মাত্রা হ্রাস করবে, যা এনওয়াইপিডি এখন যে উচ্চ স্তরের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে তার অন্যতম শীর্ষস্থানীয় অভিযোগ।

ক্যুমো বলেন, ওভারটাইম অর্ধেকে নামিয়ে আনা হলে নতুন পাঁচ হাজার কর্মকর্তার খরচ প্রায় মেটানো যাবে। এনওয়াইপিডিতে বর্তমান ৩৪ হাজার সদস্যের পুলিশ বাহিনী রয়েছে। পাঁচ বছর আগে এই বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় ৩৬ হাজার ৩০০।

সাবেক মেয়র রুডি জুলিয়ানির অধীনে ২০০০ সালে এনওয়াইপিডির ৪০ হাজারের বেশি পুলিশ সর্বকালের উচ্চতায় পৌঁছেছিল। তারপরে প্রাক্তন মেয়র মাইকেল ব্লুমবার্গের মাধ্যমে পরবর্তী দশকেরও বেশি সময় ধরে অপরাধের ঐতিহাসিক পতন দেখেছিল নিউইয়র্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *