আত্রাইয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : নওগাঁর আত্রাইয়ে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত উপজেলার কালিকাপুরের বিষ্ণুপুর এলাকায় মেসার্স ও এসবি ব্রিকসে অভিযান চালানো হয়। এ নিয়ে গত কয়েকদিনে জেলার মোট ৮টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকুর রহমান আবরার এ সময় পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস, আনসারসসহ অন্যরা সার্বিক সহযোগিতায় ছিল।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
মহাদেবপুর দর্পণসূত্রে প্রকাশ, মহাদেবপুরে ১৭ ইটভাটার ২টি বন্ধ, ৪টি বৈধ, বাকি ১১টি অবৈধ, পরিবেশের ছাড়পত্র এমনকি ইট পোড়ানোর লাইসেন্সও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *