জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে এতিম বাচ্চাদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন জামাকাপড়, সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। ঘাসফুল এনজিওর আয়োজনে ১৫ জন শিশু ঈদ উপহার গ্রহণ করে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলা সদরে উত্তরবাড়ী এলাকায় ফোস্টার চিল্ড্রেন কেয়ার সেন্টারে এ আয়োজন করা হয়। পরে এসব বাচ্চাদের সাথে ইফতারে মিলিত হোন ঘাসফুল এনজিওর কর্মকর্তারা।
ঘাসফুল এনজিওর এলাকা ব্যবস্হাপক আনোয়ার হোসেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঘাসফুল শাখা ব্যবস্হাপক শহিদুল ইসলাম, সমৃদ্ধি প্রজেক্টের কো-অর্ডিনেটর কোহিনুর ইসলাম সহ শিক্ষক, অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।