মাগুরায় জামায়াত কর্মীর বাড়িতে হামলা,ভাংচুরের অভিযোগ বিএনপির কর্মীদের বিরুদ্ধে

 মিলন মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার ছোটব্রিজ জোতপাড়া গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল হজ্জ গ্রুপের স্বত্বাধিকারী মোঃ মোস্তফা কামালের বাড়িতে হামলা ,ভাংচুর ও লুটপাটের  ঘটনা ঘটেছে। গতো বৃহস্পতিবার বিকালে স্থানীয় বিএনপি কর্মী সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, ঈদের কয়েকদিন আগে থেকেই মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইছাখাদা জোত পাড়া গ্রামের সিরাজের ছেলে রাজু আমার কাছে ঈদ খরচের জন্য ১০ লাখ টাকা  দাবি করে আসছিল। আমি হাসপাতালে থাকায় তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তার পরিপ্রেক্ষিতে গতো দু-মাসে বৃহস্পতিবার দুপুরে যুবদল নেতা  পিয়ারুল , জহির সহ মোট তিন জন আমার বাসায় আসে এবং আমাকে বলে আপনার ভগ্নিপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম মোল্লার কাছে আমরা  আল -এহসান নামে এনজিওতে  জমা দেওয়া এক লক্ষ ৩০ হাজার টাকা টাকা পাবো এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। আমি বিষয়টি আমার বোনের সাথে কথা বলে একমাস সময় নিয়ে মীমাংসা করে দেই। এর পরক্ষণেই আমার ছোট  ভাই গাফফারের সাথে তাদের (জহির, রাজু,পিয়ারুল)দের  ছোট ব্রীজ বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এরপর পরিপ্রেক্ষিতে   ইছাখাদা জোত পাড়া গ্রামের  সিরাজুল ইসলামের ছেলে রাজুর নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র রামদা, সেনদা ও  আগ্নেয় অস্ত্র  নিয়ে তারা  আমার বাড়িতে হামলা চালায় ।   অতর্কিত এই  হামলায় প্রথমে আমার বাড়ি গেট ও গাড়ি ভাঙচুর করে। পরে বাড়ির দরজা ভেঙে বিভিন্ন রুমে ঢুকে পড়ে তারা এবং ভাঙচুর তছনছ করে ফেলে। আমার ঘরের আলমারি ভেঙে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করেছে তারা এবং আমার ১১ বছরের শিশু কন্যা ও ড্রাইভারকে কুপিয়ে যখন করেছে।
এ ঘটনায় ১১ বছরের  শিশু  কন্যা জুইন  সহ চারজন মারাত্মক ভাবে আহত হয়েছে ।আহত অন্যান্য মধ্যে  ডাবলু (২২) গাফফার (৪০) ও বাইজিদ (১৫) তারা সকলেই মাগুরা সদর হাসপাতালে চিকিৎসারত।
ভুক্তভোগী বলেন আমার প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার বাচ্চা সহ ৪ জনকে মারাত্মক ভাবে আহত করেছে আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ আমার ক্ষতিপূরণ দাবি করছি।
এ ঘটনায় অভিযুক্ত রাজুর কাছে জানতে চাইলে তিনি বলেন, মোস্তফা কামালের ভাই গাফফার  আমাদের উপর অতর্কিত হামলা তিনজনকে আহত করেছে। এজন্য এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে তার বাড়ি ভাঙচুর চালিয়েছে আর চাঁদার বিষয়টা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে দাবি করেন তিনি।
এদিকে মোস্তফা কামালের ছোট ভাই আব্দুল গফফার আহত অবস্থায় চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালের  ইমার্জেন্সিতে আসলে অভিযুক্ত জহিরের আত্মীয়-স্বজন (ভায়না এলাকার)ইমার্জেন্সির ডাক্তার চেম্বারের ভেতরে তার উপর হামলা  করেছে বলে জানা গেছে।
মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এম,বি বাকের ঘটনা স্থল পরিদর্শন করে  বলেন, এ ঘটনাটি অত্যন্ত  ন্যাক্কারজনক ঘটনা ।বাংলাদেশ জামায়াত ইসলামী তার পরিবারটির  পাশে আছে এবং  মাগুরা আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি খতিয়ে দেখে খুব দ্রুত আইনের আওতায় আনবেন বলে আশা ব্যক্ত করছি।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল মাগুরা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুর রহমান হাসুর সঙ্গে কথা বলে জানা যায় তিনি বলেন রাজু জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য।বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে  অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে মোস্তফা কামাল বাদী হয়ে মাগুরা সদর থানায় ০৯ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *