দেশে অনেক শাসন ব্যবস্থা দেখেছি কিন্তু ইসলামী শাসন ব্যাবস্থা দেখিনাই..মুফতি রেজাউল করিম

তসলিম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ”র আমির চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেছেন দেশ স্বাধীন হওয়ার পর আমরা বহু রাজনৈতিক দলকে বাংলাদেশ শাসন করতে দেখেছি তারা কেউ জনগনকে শান্তি দিতে পারে নি কিন্তু আমরা ইসলামী শাসনতন্ত্র ব্যাবস্থা দেখিনাই। দেশে ইসলামী শাসন ব্যাবস্থা চালু হলে দেশের সর্বত্রই শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। রবিবার বিকেল ৫টায় ইসলামী আন্দোলন সাপাহার শাখার আয়োজনে সদরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কথাগুলি বলছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার সভাপতি মো: ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত গন সমাবেশে অন্যান্যদের মধ্যে নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মো: আশরাফুল ইসলাম, ইত্তেহাদুল ওলামা পরিষদ এর সভাপতি হাফেজ ইউসু আব্দুল্লাহ, উপজেলা শাখার সেক্রেটারি মো: আব্দুল হালিম,সিনিয়র সহ সভাপতি হাফেজ মাও রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি বেলাল হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় অসংখ্য ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসুল্লি সেখানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *