জয়পুরহাটে থানার এসআইয়ের হাত ও পায়ে ছুরিকা*ঘা*ত

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি থানার এক উপপরির্দশকের (এসআই) ডান হাত ও বাঁ পায়ে ছুরিকা ঘা ত করা হয়েছে।
তিনি আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন। তবে তাঁকে কী কারণে ছুরিকা ঘা ত করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
আজ বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
 ছুরিকা ঘা তে আহত এসআইয়ের নাম আলমগীর কবীর (২৯)। রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে ছুরিকা ঘা ত কারী ব্যক্তিকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট কাজী ইসমাইল হোসেন জানান, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবীর ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে বিকেল সাড়ে পাঁচটায় হাসপাতালে ভর্তি হন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন ভালো আছেন। এসআই আলমগীর কবীর বলেন, ‘আমি সামান্য আঘাত পেয়েছি। এখন হাসপাতালে রয়েছি।’
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, পাঁচবিবি এলাকায় তিন-চার বছর আগে এক দম্পতির বিচ্ছেদ হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। তালাকপ্রাপ্ত নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। গতকাল শনিবার ওই নারীকে তাঁর তালাকপ্রাপ্ত স্বামী ডেকে নিয়ে এসে বাড়িতে আটকে রেখেছিলেন।
ওই নারী জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯–এ কল করে ঘটনাটি জানান। সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। সেটি অমীমাংসিত ছিল। আজ বিকেলে আবার সেখানে গিয়ে ঘটনাটি সমাধান করে ফিরছিলেন। এ সময় একজন ব্যক্তি আলমগীর কবীরকে পেছন দিক থেকে আঘাত করেন। ওই ব্যক্তি মাদকাসক্ত বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়নি। তাঁকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *