দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ  প্রতিনিধিঃ দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশ বরেণ্য সাংবাদিকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় জাতীয় দৈনিক মাতৃজগতের জন্য দোয়া কামনা করে বলেন, সাংবাদিকদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের সরকারী ভাবে ভাতা প্রদান করতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের মিথ্যা, মামলা ও হয়রানি বন্ধ করতে হবে। অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইয়াসিন ফেরদৌস। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের সংবাদ সংগ্রেহের সময় নিরাপত্তার প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক, সাবেক ছাত্রনেতা তালুকদার রুমী।অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সাংবাদিকদের সুরক্ষা প্রদান করতে হবে।সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করেন। দেশে এখনো আওয়ামী লীগের দোসরা নানাবিধ চক্রান্ত করছে তাদের প্রতিহত করতে হবে। তা না হলে যে কোন সময় আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করার চেষ্টা করবে তারা। আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকরা কখনো নিরাপদ ছিলেন না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন, আমরা সাংবাদিকদের উন্নয়নের কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’র প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, যখন যে সরকার আসে তখন সে তার মত সাংবাদিকদের ব্যবহার করেন। এটা আর হতে দেওয়া হবে না। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন। তিনি বলেন, সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক খবর বাংলাদেশ’র সম্পাদক ও প্রকাশক জাকির মোল্লা, দৈনিক সোনালী খবর’র সম্পাদক ও প্রকাশক মনিরুজ্জামান মনির। এছাড়াও জুলাই এক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদক শিরিন চৌধুরী, দৈনিক জনজাগরণ’র সম্পাদক ও প্রকাশক শিহাব উদ্দিন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম, দৈনিক ক্রাইম সংবাদের সিনিয়র ক্রাইম রিপোর্টার শাহাদাত মোল্লা, দৈনিক সংবাদ দিগন্ত’র সিনিয়র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, সাংবাদিক মাসুম বিল্লাহ, বশির আহম্মেদ, মোঃ জুয়েল, মোঃ আঃ মালেক, মোঃ ফোরকান মোল্লা, মোঃ বাদশা, মোঃ সরোয়ার, মোঃ মাহাবুব, মোঃ নুরুল হক, মোঃ সুলতান, মোঃ মুন্না, মোঃ রাজিব, মোঃ মহাসিন, মোঃ রাতুল, শামিম আক্তার, মোঃ রাজিব শিকদার, মোঃ শামসুর রহমান প্রমূখ। এ সময় সভাপতি তার সমপনী বক্তব্যে বলেন, দৈনিক মাতৃজগত কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই দৈনিক মাতৃজগত একটি আদর্শ নিরপেক্ষ দৈনিকে পরিণত করবো। সন্ধ্যার পরে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *