হঠাৎ কুয়াশার চাদরে ঢেকে গেছে পটুয়াখালী!

সানাউল হক (বাউফল- পটুয়াখালী) হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে পটুয়াখালী  জেলার বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার  (৯ ফেব্রুয়ারি ) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার সঙ্গে হালকা বাতাসে সড়ক-মহাসড়ক ও হাটবাজার অনেকটাই জনশূন্য।
বৃহস্পতিবার  (৮ ফেব্রুয়ারি ) রাত থেকে জেলার কিছু কিছু এলাকায় হালকা কুয়াশা থাকলেও ভোর থেকে হঠাৎ কুয়াশায় ঢেকে যায় জনপদ।
জেলা শহরের কালিশুরী এলাকার ভ্যানচালক মালেক গাজী জানান, ভোর থেকে হঠাৎ কুয়াশা শুরু হওয়ায় মানুষজন ঘর থেকে তেমন বাইরে বের হচ্ছে না। এ কারণে কিছুটা বেকার সময় পার করছেন তিনি।
শহরের বাউফল এলাকার ট্রাকচালক করিম খান বলেন, “আমি বাহেরচর থেকে ইট নিয়ে আসছি। ভোরে হঠাৎ কুয়াশা পড়ায় গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়েছে। ঘন কুয়াশায় রাস্তা ঠিকমতো চোখে পড়ছে না।”
এ বিষয়ে বরিশাল জেলার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন,  সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে জেলার বিভিন্ন এলাকা কুয়াশাছন্ন হয়ে পড়ে। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কমাতে পারে।”

Leave a Reply

Your email address will not be published.