দিশারী যুব ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার কমিটি গঠন নুরখান সভাপতি আলি আকবর সাধারণ সম্পাদক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ উদ্যোগে শহীদ মিনারে পুস্তক অর্পণ এবং দিশারী যুব ফাউন্ডেশন সীতাকুন্ড উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি (প্রকল্প ও প্রশিক্ষণ) মোহাম্মদ নুরখান এর সঞ্চালনায় ও দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুর সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু করে মহান একুশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের কৃতিত্বের কথা স্মরণ করিয়ে তাদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন যদি ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার দাবি উত্থাপিত না হতো তবে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। এই বীর শহীদদের ঋণ বাঙালি জাতি কখনো ভুলবে না। পরে সভার এজেন্ডা অনুযায়ী সীতাকুণ্ড উপজেলা শাখার কমিটি গঠন করার লক্ষ্যে দিশারীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি প্রশাসন প্রভাষক মোঃ নাজিমুজ্জামান রাশেদ ও সাংগঠনিক সম্পাদক এম এ ইলাহী আরাফাত, কেন্দ্রীয় উন্নয়ন পর্যবেক্ষক মোঃ সরোয়ার উদ্দিন নিরব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় সহ সভাপতি (প্রকল্প ও প্রশিক্ষণ) মোঃ নুর খান কে সভাপতি, মোঃ লোকমান হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ ইলিয়াস হোসেন সানিকে সহ-সভাপতি, মোঃ আলী আকবর কে সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আমিনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিনকে অর্থ সম্পাদক , রনি দাশকে সহ অর্থ সম্পাদক, ইঞ্জিনিয়ার মোঃ আশিককে সাংগঠনিক সম্পাদক , মোহাম্মদ আইনুল করিম ফিরোজকে দপ্তর সম্পাদক, মোহাম্মদ নাজমুল ইসলামকে সহ দপ্তর সম্পাদক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবলুকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ মহিউদ্দিনকেসহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমানকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ ইকবাল হোসেন ঈমানকে আইন বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রাকিব চৌধুরীকে ক্রীড়া সম্পাদক, নুসরাত জাহান রিক্তা কে মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রায়হান রনিকে সাংস্কৃতিক সম্পাদক ও দিশারী যুব ফাউন্ডেশন তথ্য প্রযুক্তি শাখার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউলক আরিফ, দিশারির সিনিয়র সদস্য মোঃ মুক্তার হোসেন সাইমন ও এম এস জীবনকে উন্নয়ন পর্যবেক্ষক করে ২১ সদস্য বিশিষ্ট দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ, সীতাকুণ্ড উপজেলা কমিটি আগামী দুই বছরের জন্য ঘোষণা করেন সংগঠনের চেয়ারম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। পরে তিনি নবনির্বাচিত কমিটির সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবার কার্যক্রম সমাপ্ত করেন এবং মধ্যান্য ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published.