নওগাঁয় ১শ ৫১মন ভেজাল গুড় ধ্বংস, ৫ জন ব্যবসায়ীর জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রি করার অপরাধে ৫ জন গুড় ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার দোহালি গ্রামে এ অভিযান পরিচালনা করেন র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস দল।
অভিযানে এসময় ১শ ৫১ কেজি ভেজাল গুড়সহ ১৮ হাজার ৬শ ৫০ লিটার দূষিত চিনির শিরা, ৩ হাজার ১শ ৬০ লিটার মিষ্টির ময়লা শিরা, ২ হাজার ৫শ ৫০ কেজি হাইড্রোজেন, সাড়ে ৪ কেজি কেমিক্যাল রং, ৪ কেজি স্যাকারিন, ৫শ গ্রাম ফিটকারি ও ৫ কেজি চুন ধ্বংস করা হয় বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা সহ মহাদেবপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক কালাম গুড় কারখানার মালিক মোঃ আল মামুন সরদারকে ৩০ হাজার টাকা, হাজড়া গুড় ঘরের মালিক শ্রী অনুকূল চন্দ্র হাজড়াকে ৫ হাজার টাকা, রতন গুড় ঘরের মালিক শ্রী রতন চন্দ্র মন্ডল কে ৩ হাজার টাকা, গৌতম গুড় ঘরের মালিক গৌতম কুমার হাজড়া কে ৩ হাজার টাকা ও আল আমিন গুড় ঘরের মালিক মোঃ আলামিন মন্ডল এর ৩ হাজার টাকা।  সর্বমোট ৪৪ হাজার টাকা জরিমানা করেন এবং উক্ত ভেজাল গুড় সমূহ ধ্বংস করেন।
উপরোক্ত গুড় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রি করতো বলে জনসম্মুখে স্বীকার করেছেন বলেও জানিয়েছেন র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published.