বুলবুল আহমেদ ( বুলু), বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ভেটেরিনারি ফ্রি মেডিকেল ক্যাম্প ও টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মঙ্গলবার সকালে কোলা ইউনিয়নের ভান্ডার পুর বাজারে গবাদি প্রাণির চিকিৎসা ও প্রতিরোধে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প ও টিকা প্রদান কর্মসুচি অনুষ্ঠিত হয়।
ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প ও টিকা প্রদান কর্মসুচি উদ্বোধন করেন কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন।
প্রাণিসম্পদ সেবাসপ্তাহ-২০২৩ উপলক্ষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠানে বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: নাজমুল হক এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন প্রমুখ।
কোলা ইউনিয়নের বিভিন্ন গবাদিপশু পালনকারী খামারিদের বিনামূল্যে ভেটেরিনারি মেডিসিন ও গবাদিপশুকে টিকা প্রদান করা হয়।