বেনাপোলে ভারতগমন পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ২.৬৩ স্বর্ণ উদ্ধার

বেনাপোল প্রতিনিধিঃ স্থলবন্দর বেনাপোল চেকপোষ্ট কাষ্টমসের বহির্গমনের সময় পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ২ শ ৬৫ গ্রাম ওজনের ৩ পিস ও ৩ টুকরা স্বর্ন আটক হয়েছে। বৃহস্পতিবার ( ২ মার্চে) সকাল ৯ টার দিকে স্বর্নগুলো উদ্ধার করা হয়। স্বর্নের সিজার মুল্য ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

বেনাপোল শাখার শুল্ক গোয়েন্দার উপপরিচালক জানান, আমরা ডিজি মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদে জানতে পারি বেনাপোল স্থলপথে ভারতে ৩ জন পাসপোর্ট যাত্রী স্বর্ন বহন করছে। ওই সংবাদের ভিত্তিতে আমাদের বেনাপোল শাখার শুল্ক গোয়েন্দা টিম সকাল থেকে বেনাপোল কাষ্টমসে অবস্থান নেন। স্বর্নবহনকারী পাসপোর্ট যাত্রীরা বেনাপোল কাষ্টমস থেকে বের হলে তাদের গতিবিধি ও গোপন সংবাদে ওই যাত্রীদের আটক করে তল্লাশী করা হয়।

তল্লাশীর এক পর্যায়ে তাদের ব্যাগ ও পায়ের জুতার মোজা থেকে স্বর্নের বার গুলো উদ্ধার করা হয়। তবে আইনবহির্ভুত হওয়ায় যাত্রীদেরকে আটক করা সম্ভব হয়নি। স্বর্ন বহনকারী যাত্রীরা হলেন, ঢাকার মিরপুরের সেকেন্দারের পুত্র শেরআলী (পাসপোর্ট নং ই এ ০১৫২৫৪৬),ফরিদপুরের মৃত আলেম মাতব্বরের পুত্র রফিকুল ইসলাম ( পাসপোর্ট নং বি ০০০২৯৩১) ও মুন্সিগন্জের মৃত আ: সাত্তারের পুত্র মোহাম্মদ আলী (পাসপোর্ট নং বি ০০৫২৪৪৩৮ আটককৃত স্বর্নগুলো সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান,

Leave a Reply

Your email address will not be published.