নিয়ামতপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত।

জাকির হোসেন, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ ঘটিকায় বাংলাদেশ মানবাধিকার কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদের সঞ্চালনায় উপজেলা পরিষদ ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার(এমপি) এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

দিবসটি উপলক্ষে সকাল ১০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে  দোয়া অনুষ্ঠিত হয় এবং কেক কাটা হয়।

এছাড়াও নিয়ামতপুর সরকারি কলেজসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published.