বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নিজস্ব সংবাদদাতা, বান্দরবানঃ যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাবীব উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বামংপ্রু মারমা, রুমা থানা অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, রুমা সাঙ্গু সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা সুকান্ত দেব,
পিআইও মোহাম্মদ শাহরিয়ার মাহমুদ রঞ্জু, নির্বাচন কর্মকর্তা তরুন চাকমা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দেবব্রত বড়ুয়া, আনসার ও ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্ত, রুমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ ও পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা প্রমুখ। এছাড়াও উপজেলা সরকারি বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় রুমা সরকারী উচ্চ বিদ্যালয়ে মাঠে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, রুমা সরকারী সাঙ্গু কলেজ ও রুমা বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বত;স্ফূর্তভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে কুচকাওয়াজ ও সীমিত পরিসরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। এর আগে সকাল ছয়টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিজয়’ ৭১-এ পুস্প স্তবক অর্পন করা হয়।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের উদ্যোগে রুমা বাজারে দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.