রাজারহাটে জেলা বাস-মিনিবাস ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ তাংঃ– ২-০৪-২০২৩ইং। কুড়িগ্রামের রাজারহাটে জেলা বাস -মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ৩১৪ এর রাজারহাট উপ- কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

গতকাল ১লা এপ্রিল ২০২৩ইং শনিবার রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের মাঠে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়ন মোট ২৯৯ জন ভোটারের মধ্যে ২৮২জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন।

উক্ত নির্বাচনে ১১টি পদে মোট ২৪ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এর মধ্যে নির্বাচিত প্রার্থীরা হলেন সভাপতি পদপ্রার্থী মোঃ নাজমুল হুদা নাজু (বাস প্রতীক) ১৭৬টি, সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ আমিনুর ইসলাম (টায়ার প্রতীক) ১৬৯টি, কার্যকরি সভাপতি পদপ্রার্থী মোঃ হাফিজুর রহমান মোল্লা (পানির বোতল প্রতীক) ১১৭টি, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলম মিয়া (ছাতা প্রতীক) ১৪৭টি, সহ – সম্পাদক পদপ্রার্থী মোঃ রেজাউল করিম রেজা (দেয়াল ঘড়ি প্রতীক) ১৫৫টি, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ মমিনুর ইসলাম মমিন (সিলিং ফ্যান প্রতীক) ১০২টি,কোষাধ্যক্ষ প্রার্থী মোঃ ইয়াছিন আলী (আনারস প্রতীক) ১৭৭টি, দপ্তর সম্পাদক পদপ্রার্থী মোঃ আবু মোতালেব লিমন (টেবিল প্রতীক) ১৫০টি, সড়ক সম্পাদক প্রার্থী মোঃ রাজিব হোসেন তারেক (টিবল প্রতীক) ২০৩টি কার্যিনর্বাহী সদস্য পদে শান্ত চন্দ্র সিংহ ( আম প্রতীক) ১৩৮টি ও মোঃ একরামুল হক (চশমা প্রতীক) ১৪৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়। এই কমিটির আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেষে নির্বাচিত প্রার্থীরা ও ভোটারা ১টি আনন্দ মিছিল বের করে রাজারহাট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস-মিনিবাস অফিসের কার্যালয়ে মিষ্টি বিতারণ করে। #(ছবি সংযুক্ত)

Leave a Reply

Your email address will not be published.