সাবধান মোটরসাইকেল চালকরা গতি অবশ্যয় নিয়ন্ত্রে রাখুন

কালের সংবাদ ডেস্কঃ গত ২০২২ইং ২৫শে জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়।ঐ দিন রাতেই সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয়া হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতির সিদ্ধান্ত হয়েছে। তবে পদ্মা সেতুর সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে। চলাচলের সময় গতি থাকবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে ফের বন্ধ হতে পারে এ সুযোগ।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেয়া হয়েছে। কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল দিতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

আগামীকাল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে। গতকাল একনেকের সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published.