রাজশাহীর আম পাকার আগেই পাড়ার তারিখ ঘোষণা, বিপত্তি দেখছেন ব্যবসায়ীরা


কালের সংবাদ ডেস্কঃ রাজশাহীতে আম পাড়ার জন্য এবার ‘আগাম ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এতে তাঁরা বিপত্তি দেখছেন। কারণ, বাগানে এখনো আম পাকা শুরু হয়নি। পাকার আগেই পাড়ার অনুমতি পেয়ে অনেক অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম বাজারজাত করতে পারে। এটি রাজাশাহীর আম সম্পর্কে বাজারে একটি নেতিবাচক ধারণা তৈরি করবে বলে মনে করছেন তাঁরা।

প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, তারিখ ঘোষণার অর্থ হচ্ছে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন। যাঁর গাছে আগাম আম পাকবে, তিনি যেন আমটা পেড়ে বিক্রি করতে পারেন। তারিখ ঘোষণা মানেই কাঁচা আমও পেড়ে বিকল্প উপায়ে পাকিয়ে বাজারজাত করা যাবে না।

রাজশাহী জেলা প্রশাসনের আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং–সংক্রান্ত সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, ৪ মে থেকে গুটি আম বাজারজাতের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আর ১৫ মে থেকে গোপালভোগ, লক্ষ্মণভোগ বা লখনা, ২০ মে রানিপছন্দ এবং ২৫ মে থেকে হিমসাগর বা ক্ষীরসাপাতি বাজারজাত করার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু এখনো গুটি আম সেভাবে পাকেনি।

Leave a Reply

Your email address will not be published.