বাংলাদেশও ঝুঁকির বাইরে নয় ঘূর্ণিঝড় মোখায়

কালের সংবাদ ডেস্কঃ ঘূর্ণিঝড় মোখা-এর অগ্রভাগ শনিবার রাতেই বাংলাদেশের উপকূল স্পর্শ করবে।

ঘূর্ণিঝড়ের ফলে অতি ভারী বৃষ্টি হবে উপকূল এবং অন্যান্য স্থানে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র মিয়ানমারের উপকূলে আঘাত হানতে পারে।

বাংলাদেশও ঝুঁকির বাইরে নেই। ঘূর্ণিঝড় মোখা’র অবস্থান ও গতিপ্রকৃতি নিয়ে বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্ন চাপটি ঘূর্ণিঝড় মোখা’য় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির গতিপ্রকৃতির ওপর নির্ভর করছে এটি ঠিক কখন আঘাত হানবে, অনেক সময় গতি কমে যায়।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া বার্তায় দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়। এর আগের বার্তায় এসব বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল।

আবহাওয়া বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published.