দুদকের মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ  গ্রেফতার ২

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ধারকি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলী (৩৫)ও তার সহযোগী  রাজু আহমেদ (৩৭)কে  দুদকের মামলায় তাদের  জেলহাজতে পাঠিয়েছে আদালত।
আজ (১৭মে ) বুধবার দুপুরে অভিযুক্তরা জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নূর ইসলাম  এ আদেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন শাহজাহান সদর উপজেলার ধারকি হাজিপাড়া গ্রামের মামুনের ছেলে। ও রাজু আহমেদ ধারকী মাঝিপাড়া গ্রামের ফারাজ উদ্দিনের ছেলে।
বুধবার (১৭ মে) দুদকের  মামলায় আদালতে হাজির হলে আদালত জামিন না মন্জুর করে তাদের  কারাগারে প্রেরনের নির্দেশ দেয়।
মামলার বিবরণীতে জানা যায়, অভিযুক্তরা ২০১৮-১৯ অর্থবছরে দুই দফায় বম্বু মাতৃভূমি বহুমুখী সংস্থার অনুকূলে উন্নয়নের নামে জেলা পরিষদের তহবিল থেকে ২লাখ করে মোট ৪ লাখ টাকা বরাদ্দ নেয়। এছাড়াও ধারকি জামে মসজিদের উন্নয়নের নামে আরও এক লাখ টাকা গ্রহণ করেন।
মোট ৫ লাখ টাকা উত্তোলন করলেও ভুয়া প্রকল্প দেখিয়ে অধিকাংশ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে। এ নিয়ে ২০২১ সালের ১৮ জানুয়ারিতে ধারকি বড়াইল গ্রামের মাহবুবুল আলম বাবু নামে একজন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে  ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর দুদকের একটি তদন্ত প্রতিবেদনে অর্থ আত্মসাৎ বিষয়টি প্রমানিত হয়।
ওই মামলায় আজ বুধবার আদালতে জামিন নিতে আসলে আদালত জামিন না মন্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published.