কবিতা {আমার জন্মভূমি } মো : রাজু ইসলাম (এম এস এস)

কবিতা
আমার জন্মভূমি
মো : রাজু ইসলাম (এম এস এস)

বাংলা আমার স্বদেশ,তাকে ডাকি বলে মা,
এই মায়ের সাথে হয়না কারও তুলনা।
আমার সোনার বাংলাদেশ তাহার মাঝে ছোট গ্রাম।
তাহার নাম চরবর্ণি
বোয়ালমারী ফরিদপুর।
নেই কো তাহার কোন জুড়ি।
ফরিদপুর আছে আরও শ‍্যামল শোভা খাল বিল আর নদী।
মাছে ভরপুর নাম তাহার ফরিদপুর। আনন্দের নেইকো তাহার কোন সিমা।

সোইগ্রামে থাকি সেথা নেই কোন ঝামেলা সংগ্রাম
ভদ্র – চাষা – কৃষক কুমোর কামার সবাই থাকি মিলে,
সন্ধ্যা হলে কাজ শেষে সবাই ফিরে আপন ঘরে।

সবুজ শ‍্যামল পাখি ডাকা এই যে মোদের সোনার গ্রাম,
তোমার কোলে জন্মে আমরা
সবার যে ধন‍্য হলাম।

 

 

ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.