কালাইয়ে বৃদ্ধ হত্যা মামলায় একই পরিবারের তিন ভাইয়ের যাবজ্জীবন

মোঃ  মোকাররম হোসাইন  জয়পুরহাট জেলা  প্রতিনিধিঃ ১৫\৬|২৩ জয়পুরহাটের কালাইয়ে সোলায়মান আলী ৭৭ বছর বয়সী বৃদ্ধের  হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেকর ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এ ছাড়া মামলার অপর ৫ আসামিকে খালাস দেয়া হয়।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক নূর ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার গোপিনাথপুর আপলাপাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে, মাহফুজার রহমান (৬২), রফিকুল ইসলাম অফির (৫২) ও  আব্দুল কুদ্দুস (৪৫)।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ এপ্রিল সকাল ১০টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার গোপিনাথপুর আপলাপাড়া গ্রামে সড়কের পাশে পানি নিষ্কাশনের ড্রেন নিয়ে সোলায়মান হোসেন ও প্রতিবেশী ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান, রফিকুল ইসলাম ওরফে অফির, আব্দুল কুদ্দুস, শফিউল ইসলাম ওরফে মিল্টন, আবু জাফর, এনামুল হক, জাহিদুল ইসলাম ও ইয়াকুব আলীর মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আসামিরা তাদের হাতে থাকা কোদাল দিয়ে সোলায়মানকে মাথায় আঘাত করে। স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে ঘটনার পরের দিন কালাই থানায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির বগুড়ার পরিদর্শক শামসুল আলম ২০১৭ সালের ২০ ডিসেম্বর আদালতে অভিযোগ দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়।
মামলার বাদী রফিকুল  ইসলাম বনেন, এ রায় তিনি সন্তুষ্ট নন। তিনি আইনজীবীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে উচ্চ আদালতে আপিল করবেন।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published.