রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৩২৫(তিনশত পঁচিশ) লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক, আশিক হাসান সীমান্ত: চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, এম এম শাকিলুজ্জামান এর নির্দেশনায় ০৮-০৬-২৩ খ্রিঃ তারিখ ২৩:০৫ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী এর নেতৃত্বে এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই মোঃ মোতালেব হোসেন, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ পতিতালয়ের ভিতরে জনৈক মোঃ আলম খা (৬৫) পিতা-মৃত গোপাল খা, সাং-শাহাদাৎ মেম্বার পাড়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী এর বাড়ী হতে আসামী ১। মোঃ লিটন মোল্লা(৩৭) পিতা-মোঃ সালাম মোল্লা, সাং-কুদালপুর, থানা-গোসাইরহাট, জেলা-শরীয়তপুর, এ/পি-সাং- পতিতালয়ের ভিতরে জনৈক মোঃ আলম খা (৬৫) পিতা-মৃত গোপাল খা, সাং-শাহাদাৎ মেম্বার পাড়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী এর বাড়ীর ম্যানেজার, ২। শুকুর খন্দকার(৩৮) পিতা- মৃত মুহাম্মাদ খন্দকার, সাং-শাহাদাৎ মেম্বার পাড়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীদ্বয়কে ৩২৫(তিনশত পঁচিশ) লিটার “দেশীয় তৈরি বাংলা মদসহ আটক করেন।

এ সংক্রান্তে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। গিয়েছি অনেক দূর যেতে হবে বহুদূর।

Leave a Reply

Your email address will not be published.