আইকনিক কক্সবাজার রেল ষ্টেশন উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কালের সংবাদ ডেস্কঃ  দুপুর ১২.৫৮ মিনিটে পর্যটন নগরীতে দোহাজারী-চট্টগ্রাম রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা চান্দেরপাড়া এলাকায় নির্মিত আইকনিক রেল স্টেশনের উদ্বোধনের মধ্যদিয়ে রেল পরিবহনে নতুন দিগন্তের উন্মোচন হলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য রাখলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর।

দোহাজারী-চট্টগ্রামে রেললাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সারাদেশের সঙ্গে রেল নেটওয়ার্কের আওতায় এলো পর্যটন নগরী। রেললাইন নিয়ে ভীষণ উচ্ছ্বসিত কক্সবাজারের মানুষ। ১লা ডিসেম্বর থেকে শুরু হবে রেল চলাচল।

এই প্রকল্পে সিঙ্গেল লাইন মিটারগেজ রেলপথ নির্মাণের কথা ছিলো। কিন্তু ট্রান্স এশীয় রেলপথের সঙ্গে সংযুক্ত হতে ব্রডগেজ রেলপথ লাগবে। তাই প্রকল্প সংশোধন করা হয় ২০১৬ সালের ১৯ এপ্রিল।

কক্সবাজারে আইকনিক স্টেশন নির্মাণের পাশাপাশি নির্মাণ ও সংস্কার করা দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজরা, ইসলামাবাদ এবং রামু রেলস্টেশন।

এই রেললাইনের আওতায় ৩৯টি বড় আকারের সেতু নির্মাণ করা হয়েছে। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ত্রুটিগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় ২২৩টি ছোট সেতু ও কালভার্ট, বিভিন্ন শ্রেণির ৯৬টি লেভেলক্রসিং নির্মাণ করা হয়েছে। হাতি চলাচলের জন্য আলাদা করে আন্ডারপাস করা হয়েছে।

সম্পুর্ণ ধংশ স্তুপ করা দেশকে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। কিন্তু ঘাতক পাকিস্তানীর দোসররা তা শেষ করতে দেয়নি।

গত ১৫ বছরে আমরা জাতির জনকের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছি বলেন মাননীয় প্রধানমন্ত্রী।

সাধারণ মানুষরা চান আগামীতে আবারও নৌকা মার্কায় দেশ চালাক।

 

 

Leave a Reply

Your email address will not be published.