আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর জাল নোট ধরতে গরুর হাটে

কালের সংবাদ ডেস্কঃ এবার প্রত্যেক গরুর হাটে জাল টাকা সনাক্তের বুথ বসানো হবে। জাল টাকা সরবরাহ রোধে গোয়েন্দা তৎপরতা রয়েছে উল্লেখ করে ডিএমপি’র অতিরিক্ত উপ- কমিশনার (মিডিয়া) কেএন রায় নিয়তি বলেন, এই চক্রগুলো ঈদ কিংবা বিভিন্ন উৎসবকেন্দ্রিক যখন মানুষের কেনাবেচা বেশি হয় তখন তৎপরতা বাড়ায়। ছোট ছোট গ্রুপে তারা ভাগ হয়ে এসব কাজ করে।

এখন ফেসবুকে সার্চ দিয়েও জাল টাকা বিক্রি নামের অসংখ্য পেজ পাওয়া গেছে। এসব পেজে জাল টাকার ছবিসহ বিক্রির জন্য পোস্ট দেয়া হচ্ছে। ‘জাল টাকা বিক্রি ঔধষ ঞধশধ ইরশৎর্থ নামের একটি পেজ থেকে গত ৮ই জুন জাল নোট বিক্রির জন্য পোস্ট দেয় ফেসবুকে। ওই পোস্টে লেখা, ‘আমরা পাইকারি সেল করি, আমরা নিজেরা মাল (জাল নোট) তৈরি করি।

এপ্রিলে জাল টাকা তৈরি ও ফেসবুক গ্রুপে বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা ভুয়া পরিচয়ে ফেসবুক আইডি খুলে বিভিন্ন গ্রুপের মাধ্যমে এই জাল টাকা বিক্রি করে আসছিল।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, ঈদকে সামনে রেখে এই চক্রটি তৎপর ছিল। ইতিমধ্যে তারা দুই-তিনবার জাল নোট সরবরাহও করেছে। র‌্যাব’র কাছে ধরা পড়ার আগেও ২ লাখ টাকার জাল নোট সরবরাহ করেছে।

সম্প্রতি একটি অভিযানে ১০০ ও ২০০ টাকা জাল নোট তৈরির একটি চক্রর সন্ধান পায় র‌্যাব-৩।

ডিএমপি’র তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে ১২ হাজার ৭৫৯ টি জাল নোট উদ্ধার করেছে। এসব জাল নোটের মূল্যমান ৭৫ লাখ ৮৮ হাজার ৪১০ টাকা। এই সময়ে জাল টাকা ছাড়াও তা তৈরির বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়।

গরুর হাটকে টার্গেট করে জাল টাকা সরবরাহের পাঁয়তারা করছে জাল টাকা তৈরি চক্র।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই তৎপর জাল নোট ধরতে গরুর হাটে।

Leave a Reply

Your email address will not be published.