দোষ আসলেই মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার এই মানুষগুলিকেই উনি ২৪ ঘন্টা বিদ্যুতে অভ্যস্ত করেছেন

কালের সংবাদ ডেস্কঃ কিছু মানুষ বলছেন দোষ আসলেই মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার।

এই দেশের মানুষ গুলি ৬ ঘন্টা বিদ্যুৎ পেয়েই খুশি থাকত একসময়। আর সেই মানুষগুলিকেই উনি ২৪ ঘন্টা বিদ্যুতে অভ্যস্ত করেছেন।

যারা বিদ্যুৎ দেবার নামে বিদ্যুৎতের খুটি বানানোর নাম করে কোটি কোটি টাকা লোপাট করেছেন তারা এখন বিদ্যুৎ নিয়ে আন্দলোন করছেন।

শেখ হাসিনা এক ধরনের ফেরি করে বিদ্যুৎ দিয়েছেন/ দিতেছেন সারাদেশে।

বর্তমানে দেশে প্রতিদিনই বিদ্যুতের লোডশেডিং বাড়ছে কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।

বুধবার ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে আসা লাইন ট্রিপ করায় লোডশেডিং আরও বেড়ে যায়।

কয়লার অভাবে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে পুরো দেশে। এমন অবস্থায় বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মালিকরাও ধুঁকছেন কেন্দ্র পরিচালনার জ্বালানি নিয়ে। বিভিন্ন কারনে বিদেশ থেকে জ্বালানি আনতে না পারায় যে কোনো সময় সংকট তৈরি হতে পারে এমনটি তারা আশঙ্কা করছেন। বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকদের সংগঠনের দাবি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে এই মুুহূর্তে তাদের পাওনা টাকা আছে। পিডিবি এই টাকা পরিশোধ করতে না পারায় তারা জ্বালানি কিনতে পারছেন না। পিডিবিকে ফার্নেস অয়েল এনে দেয়ার কথা বলা হলেও তারা তা দিতে পারছে না।

সূত্র মতে, গতকালও ১৫ থেকে ১৬ হাজার বিদ্যুতের চাহিদার বিপরীতে দুপুর ১২টা দিকে উৎপাদন হয়েছে ১১ হাজার মেগাওয়াট। তবে অল্প কয়েক দিনের মধ্যেই পুরুসমস্যার সমাধান হবে ইনসাল্লাহ, তাই মাননীয় প্রধান মন্ত্রী দেশবাসীকে ধর্য্য ধরবার জন্য অনুরোধ করেছেন এই সঙ্কট সময়ে।

Leave a Reply

Your email address will not be published.