পাওনা টাকার জেরে কুড়িগ্রামে আলোচিত কবি রাধাপদ রায়ের উপর হামলাকারী আসামি রফিকুল গ্রেফতার

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ছেলের কাছে পাওনা টাকার জেরে ভাইরাল ও আলোচিত চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলাকারী মূল আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

বুধবার ৪ অক্টোবর দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের শেখ রাসেল অডিটোরিয়াম একটি অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ, গত ৭ মাস আগের ছেলের কাছে পাওনা ৫০০ টাকা কেন্দ্র করে বসচার জের ধরে গত শনিবার ৩০ সেপ্টেম্বর সকালে দুই ভাই রফিকুল ও কদুর রহমানের সাথে রাধাপদ রায়ের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাধাপদ রায়কে বাঁশের লাঠি দিয়ে মারধর করে তারা। আহতাবস্থায় প্রতিবেশি এবং পরিবারের সদস্যরা কবিকে উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এই ঘটনায় দুই ভাইকে আসামি করে কবির ছেলে জুগল রায় নাগেশ্বরী থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে রফিকুল ও কদুর রহমান পলাতক থাকেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, এ মামলায় দুজন আসামি পুলিশ ফাঁদ পেতে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারির মধ্যে দিয়ে ডিবি পুলিশের সহায়তায় এই আসামি কে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.