ফায়ারওয়ার্ক ও বাইরে জ্বলন্ত মোমবাতি বিশ্বের সবচাইতে ছোট রেষ্টুরেণ্ট

কালের সংবাদ আন্তর্জাতিক ডেস্কঃ  বিশ্বের সবচাইতে ছোট রেষ্টুরেণ্টে আছে ফায়ারওয়ার্ক। বাইরে জ্বলন্ত মোমবাতি। আর আছে ওয়েটারকে ডাকার জন্য একটি সিলভার বেল। এর মাঝেই মাত্র দু’জন মানুষ বসতে পারেন এমন একটি টেবিল সাজানো। এটা হলো বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র একটি রেস্তোরাঁ। ইতালিতে এর অবস্থান। নাম ‘সোলো পার ডু’, যার অর্থ শুধু দু’জনের জন্য। এটি কোনো সাধারণ রেস্তোরাঁ নয়। এর আকার আকৃতি খুব ক্ষুদ্র। এটি একটি অসাধারণ জায়গা।

এক্সক্লুসিভ খাবার দেয়া হয় এখানে ৫০০ ডলারের সামান্য বেশি অর্থের বিনিময়ে দু’জনের জন্য। থাকে শ্যাম্পেন, টপ ওয়াইন, ফুলে সাজানো চারদিক। রাতে খাবারের সময় দৃশ্যমান হয় প্রাচীন রোমান ভিলাগুলো। মালিকের দাবি, এটা শুধু ইতালিতেই নয় একই সঙ্গে সারাবিশ্বে সবচেয়ে ছোট আকারের রেস্তোরাঁ। রোমান্টিক এই স্থানটি মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের জন্য সারাবছরই খোলা থাকে। অতিথির ইচ্ছা অনুযায়ী খাবারে স্বাদ দেয়া হয়। হোটেলটির যে ডাইনিং রুম, তার আয়তন ৫০০ বর্গফুটের নিচে। বিংশ শতাব্দীতে রোমের উত্তরে ভ্যাকোন গ্রামের কাছে পাথরে তৈরি একটি ম্যানসনের অংশবিশেষ এই রেস্তোরাঁ। সেখানে বুকিং দেয়া যায় ফোনে। কোনো ব্যক্তি তা বুকিং দিতে পারেন নির্ধারিত দিনের কমপক্ষে ১০ দিন আগে। বুকিং করতে গিয়ে কি ধরনের খাবার নেয়া হবে বা দেয়া হবে, তার বর্ণনা দিয়ে নিশ্চিত করতে হয়। কোনো খাবারের অর্ডার শেষ সময়ে বাতিল করা যায় না। মালিকের সঙ্গে সম্মত নির্ধারিত সময়ের মধ্যে সেখানে উপস্থিত হতে হয়। উপস্থিত হওয়ার সময়টাই গুরুত্বপূর্ণ। পৌঁছার ঠিক ৩০ মিনিট আগে তাদেরকে কল করে জানাতে হয়। এর আগে না। যদি এটা করা না হয়, তাহলে প্রবেশপথ বন্ধ দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published.