ভাঙ্গা টু বেনাপোল পর্যন্ত ১২৯ কি মি ৬ লেনের দৃষ্টিনন্দন সড়ক

যশোর প্রতিনিধী, আশিকুল ইসলাম:  ভাঙ্গা টু বেনাপোল পর্যন্ত ১২৯ কি মি ৬ লেনের দৃষ্টিনন্দন সড়ক যোগাযোগ নেটওয়ার্ক তৈরি হবে।

বাজেট ১৩ হাজার কোটি টাকার বেশি। প্রকল্প টি একনেকে প্রস্তাবিত। এর সুফল পাবে দক্ষিণ অঞ্চলের বিশেষ করে খুলনা বিভাগের সবকটি জেলার জনগন।

ঢাকা থেকে ৫৫ কি মি এক্সপ্রেস ওয়ে যেমন ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এসেছে এখান থেকেই কাজ শুরু হবে।

সড়কটি ১ হাজার ৭৬১ কিলোমিটার বিশিষ্ট এশিয়ান হাইওয়ের (এএইচ) অংশ। এশিয়ান হাইওয়ের এএইচ-১ তামাবিল দিয়ে বাংলাদেশ প্রবেশ করে সিলেট-ঢাকা-পদ্মা সেতু-যশোর-বেনাপোল দিয়ে অতিক্রম করেছে। প্রস্তাবিত সড়কটি ফরিদপুরের ভাঙ্গা থেকে নগরকান্দা হয়ে গোপালগঞ্জের মুকসুদপুর, সেখান থেকে মধুমতি সেতু পর্যন্ত। আবার মধুমতি সেতু থেকে নড়াইলের ➡️লোহাগড়া,
➡️নড়াইল সদর,
➡️যশোরের বাঘারপাড়া,
➡️যশোর সদর, ➡️ঝিকরগাছা ও শার্শা উপজেলা থেকে
➡️বেনাপোল পর্যন্ত পৌঁছাবে।

প্রস্তাবাধীন ৬-লেন বিশিষ্ট ভাঙ্গা-যশোর-বেনাপোল সড়কের ডিজাইন।

দীর্ঘ এ সড়কটিতে ৩৪টি ওভারপাস ও ফ্লাইওভার, ১৮টি ব্রিজ, ১৫৫টি কালভার্ট, ২টি রেলওয়ে ওভারপাস ও ২৪টি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে। এজন্য প্রাথমিকভাবে ব্যয় প্রস্তাব করা হয়েছে ১৩ হাজার ১৪১ কোটি টাকা। যার মধ্যে প্রকল্প ঋণ ১১ হাজার ৮২ কোটি টাকা। এরই মধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। করা হয়েছে ডিজাইনও। প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি নিয়ে আশাবাদী সড়ক বিভাগ।

সড়ক পথে বর্তমানে ১৫% পণ্য আমদানি রপ্তানি হয়। এই সড়কের কাজ শেষ হলে তা ৯০% এ গিয়ে দাঁড়াবে।

ব্যবসা বানিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে খুলনা বিভাগের সবকটি জেলার মানুষ অর্থনৈতিক ভাবে ব্যপকভাবে সমৃদ্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published.