আমতলীতে ঢোল সহরত সহকারে দখলীয় অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌর শহরে রেকর্ডীয় সম্পত্তি অবৈধ দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করার পর আদালতের নির্দেশে ঢোল সহরত সহকারে উচ্ছেদ করা হয়েছে।

আজ সকাল দশটায় আমতলী পৌর সভার ৪নং ওয়ার্ডের ওয়াপদা সড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। 

 

জানা গেছে,আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের ওয়াপদা এলাকায় আলহাজ্ব ফিরোজা বেগম সিকদারের রেকর্ডকৃত ৭ শতাংশ জমি মৃত আফজাল হোসেন ও সিরাজ উদ্দিন মৃধা দীর্ঘদিন যাবৎ স্থাপনা তৈরি করে বসবাস করে আসছিল।এ নিয়ে জমির মালিক পক্ষ আদালতে মামলা করায় দীর্ঘদিন  পরিচালনার পর বাদী পক্ষ রায় পেয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী আজ তাদের জমির দখল পেয়েছেন। 

 

আজ সকালে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করে   বরগুনা থেকে আসা আদালতের একটি টীম বাদী পক্ষের কাছে জমি বুঝিয়ে দেন।

 

এ বিষয়ে জমির মালিক ফিরোজা বেগমের জামাতা এড, সিদ্দিকুর রহমান পান্না বলেন,দীর্ঘদিন মামলা চালানোর পর আদালত আমাদের পক্ষে জমিটি বুঝিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.