ঈশ্বরদী রেল গেটে জনসাধারণের ভোগান্তি চরমে

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদী রেলগেটে জনসাধারণের ভোগান্তির যেন শেষ নেই। পাবনার ঈশ্বরদী উপজেলার প্রথম শ্রেণি পৌরসভা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই রেলগেট। বাংলাদেশের মধ্যে অত্যান্ত জন গুরুত্বপূর্ণ উপজেলা ঈশ্বরদী।

এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (নির্মানাধীন), ইপিজেড, সুগার ক্রপ রিসার্চ ইন্সিটিউট, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আণবিক ডাল গবেষণা কেন্দ্র, মিলিটারি ফার্ম সহ সরকারি বেসরকারি শতাধিক প্রতিষ্ঠান অবস্থিত। এ সকল প্রতিষ্ঠানে ৫০ হাজার এর উপরে শ্রমিক কর্মচারী কর্মরত। ইপিজেডে প্রায় ১৫ হাজার ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রায় ২৪ হাজার এবং প্রাণ কোম্পানিতে প্রায় তিন হাজার বাকিরা অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এছাড়াও ঈশ্বরদী উপজেলায় প্রায় পাঁচ হাজার বিদেশি নাগরিক বাস করেন। ঈশ্বরদী উপজেলায় রয়েছে ছয়টি রেলওয়ে স্টেশন। উত্তরবঙ্গের সবচাইতে বড় রেলওয়ে জংশন ঈশ্বরদীতে। ঈশ্বরদী থেকে এই রেলগেট দিয়ে সারাদিনে প্রায় ২৪ টি আন্তঃনগর ট্রেন যাতায়াত করে এছাড়াও মালগাড়ি এবং সান্টিংয়ের কারণে সারাদিনে ৩০ থেকে ৩৫ বার রেলগেট বন্ধ হয়। আর একবার বন্ধ হলে ১৫ থেকে ২০ মিনিট বন্ধ থাকে।

এ রেলগেটে পাঁচটি রাস্তার সংযোগ এবং পাশেই কেন্দ্রীয় বাস টার্মিনাল ফলে চরম যানজটের সৃষ্টি হয়। এই যানজটের কারণে দেশি-বিদেশি সকল নাগরিকই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই ঈশ্বরদীতে বসবাসকারী সকল নাগরিকের প্রাণের দাবি ঈশ্বরদী রেলগেটে একটি ফ্লাই ওভার নির্মান করে জন ভোগান্তির অবসান করা হোক।

Leave a Reply

Your email address will not be published.