ঈশ্বরদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে এক মাদক ব্যবসায়ীর পেট ও প্যান্টের পকেট থেকে টেপ দিয়ে মোড়ানো ৬৫০ পিচ এবং পেট থেকে ১ হাজার ৪ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর সদস্যরা দুপুরে দাশুড়িয়া বনপাড়া মহাসড়কের মুলাডুলি রেলক্রসিং অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি কালে ঢাকা হতে কুষ্টিয়া গামি এসবি পরিবহন গাড়ী নম্বর-ঢাকা মেট্রো ব-১৫-৭১০২ গাড়ির যাত্রীদের তল্লাসি চালিয়ে কক্সবাজার জেলার, চকরিয়া থানার, বদরখালী গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দীন (৪০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

উক্ত মাদক ববসায়ী সালাউদ্দীনকে এক্সরে এবং আলট্রাসোগ্রাম করার পর তাঁর পেটে টেপ দিয়ে মোড়ানো গোল গোল কিছু বস্তু শনাক্ত হয়। তাকে ওষুধ সেবনের পর পায়ুপথে ২৮টি টেপ দিয়ে মোড়ানো গোল প্যাকেট বের হয়ে আসে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর সদস্যদের জিজ্ঞেসাবাদে সালাউদ্দীন জানায় কক্সবাজার থেকে ২ হাজার ৫০ পিচ ইয়াবা খেয়ে পেটের ভিতর করে উপজেলার দাশুড়িয়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে আসে। পথে মধ্যে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট পায়ুপথে বের হয়ে যায়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লা আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান সহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সদস্যদের সমন্বয়ে একটি মাদকবিরোধী টিম গঠন করে উপজেলার মুলাডুলি রেলক্রসিং এর আগে যাত্রীবাহী বাসে তল্লাশির অভিযান পরিচালনা করলে পলিথিনের মোড়ানো ৬৫০ পিচ এবং মাদক ব্যবসায়ী সালাউদ্দীনের পেট থেকে ১ হাজার ৪ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published.