ঈশ্বরদীতে বালুর নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে বালুর নিচে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (০৭ আগস্ট) উপজেলার সাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বালু ব্যবসায়ী মারুফ হোসেনর বালুর খামালের বালুর নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশু বাড়ি সাঁড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পাথর পাড়া এলাকায়।

নিহতরা হলেন, আশরাফুল মাঝির ছেলে হিমেল হোসেন (১০) ও একই এলাকার আছান নাপিতের ছেলে হোসাইন (১২)।

নিহত হিমেল সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায় বিকেলে দুজন স্থানীয় বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর খামালে খেলা করছিলেন। এক পর্যায়ে বালুর বড় স্তুপ ধ্বসে তাদের উপর চাপা পড়লে তাদের মৃত্যু হয়।

স্থানিয়দের সূত্রে আরো জানা যায়, বিকেলে স্কুল ছুটির পরে বাড়িতে এসে নিহত দুই শিশু ঐ বালুর খামালে খেলতে যাই।

সন্ধ্যা পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে সন্ধ্যা ৭ টার দিকে বালুর নিচ থেকে তাদের উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন,ঘটনা শুনে আমি হাসপাতালে গিয়েছিলাম। গিয়ে দেখি দুটি শিশুই মারা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.