উন্নয়নশীল দেশ গুলুর রাজনীতি

কালের সংবাদ ডেস্কঃ উন্নয়নশীল বিশ্বে রাজনীতির সুষ্ঠু চর্চার পথে বড় বাধা এক অপসংস্কৃতি।

‘উন্নয়নশীল দেশ পরিচালনা করিতে যাওয়ার অর্থই হইল কলঙ্কের কালিমা গায়ের উপরে আসিয়া পড়িবার জন্য অপেক্ষা করা—হোক তাহা সত্য অথবা মিথ্যা।’

উন্নয়নশীল দেশে সরকার পরিচালনা করিতে যাওয়ার অর্থই হইল উত্তপ্ত কড়াইয়ের উপর নিজেকে সমর্পণ করা! তৃতীয় বিশ্বের ক্ষমতাসীন নেতাদের চরম ও করুণ অবস্থা সঙ্গে করিয়া বিদায় লইবার দৃশ্যই অধিক দৃষ্টিগোচর হয়—ইহাও যেন ধরাবাঁধা নিয়ম! পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিণতি কি ইহার জলজ্যান্ত উদাহরণ।

ইমরানের আক্ষেপ, পৃথিবীর কোনো দেশে একজন ব্যক্তির বিরুদ্ধে মাত্র মাস ছয়েকের ব্যবধানে ১৮০টি মামলা দেওয়ার নজির নাই!

দুঃখজনকভাবে এই চিত্রের অবতারণা ঘটে কেবল তৃতীয় বিশ্বের মাটিতে। উন্নয়নশীল বিশ্বের তুলনামূলক ক্ষুদ্র কিংবা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীর উপর দমনপীড়ন ও জেল-জুলুমের স্টিমরোলার চালানো তো হয়ই, বিরোধী পক্ষের নেতাকর্মীকে ‘ভিতরে’ না রাখিয়া যেন স্বস্তির নিশ্বাস ফেলা যায় না! সিংহাসন ছাড়িলেই অবধারিতভাবে যদি অন্ধকার প্রকোষ্ঠের স্বাদ ভোগ করিতে হয়, তাহা হইলে তো কোনো ক্ষমতাসীন দলই অতি সহজে ক্ষমতা ছাড়িতে চাহিবে না। সমস্যা মূলত এইখানেই।

এই প্রবণতা দূর হইবে কী প্রকারে? বিরোধী দলের নেতাকর্মীর উপর ক্ষমতাসীন দলের পাতি নেতাকর্মীকে পর্যন্ত যেইভাবে তাড়িয়া আসিতে দেখা যায়, গলাবাজি করিতে দেখা যায়, তাহাতে স্পষ্ট—তাহাদের পিছনে বসিয়া কলকাঠি নাড়িতেছে অন্য কেহ। এই ‘অন্য কেহ’-এর দলে প্রশাসনের অসাধু লোকজনই শুধু থাকেন না, ক্ষমতাসীন দলে অনুপ্রবেশকারী এবং নামধারী ও সুবিধাভোগী একটি গোষ্ঠীর হাতে থাকে খেলার কলকাঠি। এমনকি তাহাদের সহিত আইন বিভাগও তাল মিলাইয়া চলে কোনো কোনো ক্ষেত্রে।

Leave a Reply

Your email address will not be published.