কালাইয়ে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে কালাই উপজেলার বোড়াইগ্রাম  এলাকা থেকে ৩২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব- ৫।
বৃহস্পতিবার(২১ডিসেম্বর)গভীর রাতে কালাই  উপজেলার বোড়াইগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ।
আজ শুক্রবার(২২ ডিসেম্বর)সকালে এক প্রেস   বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‍্যাব-৫ এর অধিনায়ক মেজর শেখ সাদিক।
গ্রেফতারকৃত আসামীরা হলেন যারা যে, কালাই   উপজেলার রাঘপুর গ্রামের মোঃ আইয়ুব আলী (৩৮), পিতা-মোঃ  আশরাফ আলী, বোড়াই  গ্রামের মোঃ রবিউল হাসান (২৮), পিতা-মোঃ মতিউর রহমান, এবং কুসুমসাড়া গ্রামের মোঃ রবিউল ইসলাম রনি (২৩), পিতা-আব্দুল গফুর
জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধিনায়ক মেজর শেখ সাদিক নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদেরকে,৩২পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন প্রান্তে খুচরাওপাইকারী বিক্রি করতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে- ২০১৮ অনুযায়ী কালাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published.