কালাইয়ে ভুয়া ডিজিএফআই গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা  প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র সদস্য পরিচয়ে বিমান বাহীনিতে সদ্য চাকুরিপ্রাপ্ত এক সদস্যের ভেরিফিকেশনের নামে পরিবারের কাছ থেকে মোটা অংকের উৎকোচ দাবি করেন সাইফুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তি। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে এ উপজেলার পুনুট ইউনিয়নের নান্দাইলদীঘি গ্রামে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামের মৃত দারাজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে  জানায়, সম্প্রতি কালাই উপজেলার নান্দাইলদীঘি গ্রামের আনিসুর রহমানের ছেলে মাসুদ রানা বিমান বাহিনিতে চাকরীপ্রাপ্ত হয়ে প্রশিক্ষণে আছেন। তার কাগজপত্র যাচাই-বাচাই করতে গত বৃহস্পতিবার বিকালে সাইফুল ইসলাম ডিজিএফআই’র সদস্য পরিচয়ে তার বাড়ীতে যান। কাগজপত্রে মাসুদ রানার নামের বানান ভূল ও পিতার নামে মোহাম্মদ ও মাতার নামে মোছা নেই এমন নানা অসংগতি তুলে ধরেন। নতুন করে কাগজপত্র ঠিক করা না হলে মাসুদ রানা প্রশিক্ষণ শেষে চাকুরীতে যোগদান করতে পারবেন না বলে এমন ভীতির সঞ্চার করে তার পরিবারের কাছে দেড় লাখ টাকা উৎকোচ দাবি করেন ওই ভুয়া ডিজিএফআই।
তার আচার-আচরণ ও অসংগতি কথাবার্তায় সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। ততক্ষণে ডিজিএফআই পরিচয়দানকারি পরিবারের লোকজনদের গতিবিধি বুঝতে পেরে আছরের নামাজ পড়ার কথা বলে মসজিদে যায়। সেখান থেকে নামাজরত অবস্থায় তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে না পেলে  ওই মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসেন। সেইসাথে গ্রামবাসীর নিকট থেকে ভুয়া ডিজিএফআইয়ের ধারনকৃত গোপন ভিডিও সংগ্রহ করে পুলিশ।
পরেরদিন গত শুক্রবার বিকেল ৪টার দিকে ডিজিএফআই পরিচয়দানকারী প্রতারক সাইফুল তার ফেলে যাওয়া মোটরসাইকেলটি নিতে কালাই থানায় এলে সংগ্রহীত ভিডিও দেখে সনাক্তের পর তাকে আটক করে পুলিশ।
মাসুদ রানার বাবা আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ডিজিএফআইএর সদস্য পরিচয় দিয়ে আমার বাড়িতে আসে সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তি। সে এসে আমার ছেলের কাগজপত্র নেন এবং যাচাইবাছাই শেষে কাগজপত্রে ভুল আছে বলে জানান। ওই কাগজপত্র ঠিক করে দেওয়ার জন্য সে দেড় লাখ টাকা চায়। তার কথাবার্তা ও আচরণ সন্দেহ হওয়ায় আমার ভাতিজা পুরো ঘটনাটি গোপনে ভিডিও ধারণ করে এবং পুলিশকে খবর দেই। পুলিশ আসার আগেই তার মোটরসাইকেল রেখে সে কৌশলে পালিয়ে যায়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী এর সত্যতা নিশ্চিত করেন।
ওসি ওয়াসিম আল বারী জানান, এ ঘটনায় ছাইফুল ইসলাম নামের  একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে । আসামিকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published.